Using Adverb ‘Too’
যে সব বাক্যের মধ্যে “Very” শব্দটি পাবে এবং পরের বাক্যটিতে “Can not/ Could not” থাকবে সেই বাক্য দুটিকে “Too” Adverb এর সাহায্যে Joining করা যাবে। তবে বাক্য দুটির কর্তা একই হতে হবে।
Joining করার নিয়মঃ
“Very” এর পরিবর্তে “Too” বসবে দ্বিতীয় বাক্যের “Subject +can not/ could not” এর পরিবর্তে “To” বসবে।
#The old man was very tired. He could not go for.
The old man was too tired to go for.উদাহরণটি লক্ষ্য করে দেখো প্রথম বাক্যটিতে “Very” শব্দটি আছে আর দ্বিতীয় বাক্যটিতে “Subject + could not ” আছে। তাই “Very” এর পরিবর্তে “Too” আর “Subject + could not ” এর পরিবর্তে “To” বসানো হয়েছে।
More Examples:
# My mother is very honest. She can not tell a lie.
My mother is too honest to tell a lie.# Rahim is very weak in math. He can not do the sum.
Rahim is too weak in math to do the sum.# The boy is very little. He can not climb up the tree.
The boy is too little to climb up the tree.# This boy is very bad. He is can not be honest.
This boy is too bad to be honest.