বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

Joining of Sentences Using Perfect Participale in Bengali [বাংলা টিউটোরিয়াল]

 

USING PERFECT PARTICIPALE

একটি কাজ করে আরও একটি কাজ করল এরূপ বোঝালে Perfect Participle এর সাহায্যে joining করা হয় বাক্যের কর্তা একই থাকতে পারে বা ভিন্ন হতে পারে।  যদি বাক্যের মধ্যে

·       Action verb থাকে তাহলে  Having দিয়ে শুরু করতে হবে

·       যদি Be-verb এরপর Adjective থাকে তাহলে being দিয়ে শুরু করতে হবে

·       যদি be-verb এরপর  V-3 থাকে তাহলে Having been দিয়ে শুরু করতে হবে

# She finished her home task. She went to bed.

Having finished her home task, she went to bed.

এই বাক্য দুটির কর্তা একই প্রথমে home task সম্পূর্ণ করল তারপর বিছানায় গেল। আর এখানে Action Verb আছে । তাই Having +V3 দিয়ে শুরু করে বাক্যের শেষে কমা দিয়ে দ্বিতীয় বাক্যটি লেখা হয়েছে।

# The poet was charmed by cuckoo’s song. The poet wrote a poem.

Having been charmed by cuckoo’s song, the poet wrote a poem.

প্রথম কাজ হল মুগ্ধ হওয়া তারপরের কাজ হল লেখা।  প্রথম কাজে Be verb + V3 আছে । তাই Having been V3 করে বাক্যের শেষে কমা দিয়ে দ্বিতীয় বাক্যটি লেখা হয়েছে।

# The old man was tired. He sat under a tree.

Being tired, the old man sat under a tree.

এই বাক্যের প্রথম কাজ হল ক্লান্ত ছিল তারপর গাছের নিচে বসল। আর প্রথম বাক্যে  Be Verb  এর পরে Adjective আছে তাই Being দিয়ে বাক্যটি শুরু করে শেষে কমা দিয়ে দ্বিতীয় বাক্যটি লেখা হয়েছে। আর বাক্যের কর্তা দুটোও একই।

More Examples:

# She was sad. She left the place.

  Being sad, she left the place.

# The student was punished by teacher. The student left the school.

Having been punished by the teacher, the student left the school.

# Gopal bought a grammar book. He went to school.

=> Having bought a grammar book, Gopal went to school.

#The chief guest was impressed by the performance. He gave a reward him.

=> Having been impressed by the performance, the chief guest gave a reward him.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Transformation of sentences Simple –Complex – Compound in Bengali

Transformation of sentences  Simple –Complex – Compound   1. SIMPLE                       COMPLEX                                C...