Nominative Absolute
একটি কাজ শেষ হওয়ার পরে আরো একটা কাজ সম্পূর্ণ করা করা হল এই রকম বোঝালে Nominative Absolute এর সাহায্যে দুটি বাক্যকে Joining করা হয়। বাক্য দুটির কর্তা অবশ্যই ভিন্ন হতে হবে।
Joining করার নিয়মঃ
প্রথম subject তার পরে Having তারপর V-3 তারপর প্রথম বাক্যের শেষে কমা তারপর দ্বিতীয় বাক্যটি।
*Be-verb-এরপরে যদি Adjective থাকে তাহলে Being
* Be-verb-এরপরে যদি V-3 থাকে তাহলে Having been V-3.
Example:
#The sun set. We started for home.
The sun having set, we started for home.#The fog was dense. No one could see his way through the streets.
The fog being dense, no one could see his way through the streets.#The strike was called off. The workers resumed work.
The strike having been called off, the workers resumed work.প্রথম উদাহরণে লক্ষ্য করে দেখো প্রথম বাক্যের কাজটি আগে সম্পূর্ণ হয়েছে তারপর দ্বিতীয় বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর দুটি বাক্যেরই কর্তা ভিন্ন ভিন্ন। আর বাক্যটিতে Be Verb এর বিষয়টি নেই। তাই Having V-3 এর সাহায্যে Joining করা হয়েছে।
দ্বিতীয় উদাহরণে লক্ষ্য করে দেখো প্রথম বাক্যের কাজটি আগে সম্পূর্ণ হয়েছে তারপর দ্বিতীয় বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর দুটি বাক্যেরই কর্তা ভিন্ন ভিন্ন। আর Be Verb এর পরে Adjective থাকায় Being এর সাহায্যে joining করা হয়েছে।
তৃতীয় উদাহরণে লক্ষ্য করে দেখো প্রথম বাক্যের কাজটি আগে সম্পূর্ণ হয়েছে তারপর দ্বিতীয় বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর দুটি বাক্যেরই কর্তা ভিন্ন ভিন্ন। আর Be Verb এর পরে V-3 থাকায় Having Been V-3 করে joining করা হয়েছে।
More Examples:
#The night was hot. I could not sleep well.
The night being hot, I could not sleep well.#The police arrived. The angry mob dispersed.
The police having arrived, the angry mob dispersed.# The meeting was over. We returned home.
The meeting being over, we returned home.# The sun set. The birds flew away to their nests.
The sun having set, the birds flew away to their nests.
# The programme was canceled. The audiences became very sad.
The programme having been canceled, the audiences became very sad.# The staff was insulted by the manager. He left the post.
The staff having been insulted by the manager, he left the post.
Click her to read about joining using "Past Participle "