বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

English Grammar Joining of Sentences using Nominative Absolute [Bangla Lanuage]

 

Nominative Absolute

একটি কাজ শেষ হওয়ার পরে আরো একটা কাজ সম্পূর্ণ করা করা হল এই রকম বোঝালে Nominative Absolute এর সাহায্যে দুটি বাক্যকে Joining করা হয়। বাক্য দুটির কর্তা অবশ্যই ভিন্ন হতে হবে। 

Joining করার নিয়মঃ

প্রথম subject তার পরে Having  তারপর V-3 তারপর প্রথম বাক্যের শেষে কমা তারপর দ্বিতীয় বাক্যটি।

*Be-verb-এরপরে যদি Adjective থাকে তাহলে Being

* Be-verb-এরপরে যদি V-3 থাকে তাহলে Having been V-3.

Example:

#The sun set. We started for home.

  The sun having set, we started for home.

#The fog was dense. No one could see his way through the streets.

The fog being dense, no one could see his way through the streets.

#The strike was called off. The workers resumed work.

The strike having been called off, the workers resumed work.

প্রথম উদাহরণে লক্ষ্য করে দেখো প্রথম বাক্যের কাজটি আগে সম্পূর্ণ হয়েছে তারপর দ্বিতীয় বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর দুটি বাক্যেরই কর্তা ভিন্ন ভিন্ন। আর বাক্যটিতে Be Verb এর বিষয়টি নেই। তাই Having V-3 এর সাহায্যে Joining করা হয়েছে।

দ্বিতীয় উদাহরণে লক্ষ্য করে দেখো প্রথম বাক্যের কাজটি আগে সম্পূর্ণ হয়েছে তারপর দ্বিতীয় বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর দুটি বাক্যেরই কর্তা ভিন্ন ভিন্ন। আর Be Verb এর পরে Adjective থাকায় Being এর সাহায্যে joining করা হয়েছে।

তৃতীয় উদাহরণে লক্ষ্য করে দেখো প্রথম বাক্যের কাজটি আগে সম্পূর্ণ হয়েছে তারপর দ্বিতীয় বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর দুটি বাক্যেরই কর্তা ভিন্ন ভিন্ন। আর Be Verb এর পরে V-3  থাকায় Having Been V-3 করে joining করা হয়েছে।

More Examples:

#The night was hot. I could not sleep well.

The night being hot, I could not sleep well.

#The police arrived. The angry mob dispersed.

The police having arrived, the angry mob dispersed.

# The meeting was over. We returned home.

The meeting being over, we returned home.

# The sun set. The birds flew away to their nests.

The sun having set, the birds flew away to their nests.

# The programme was canceled. The audiences became very sad.

The programme having been canceled, the audiences became very sad.

# The staff was insulted by the manager. He left the post.

The staff having been insulted by the manager, he left the post. 

Click her to read about joining using "Past Participle "

 

বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

Joining of Sentences Using Perfect Participale in Bengali [বাংলা টিউটোরিয়াল]

 

USING PERFECT PARTICIPALE

একটি কাজ করে আরও একটি কাজ করল এরূপ বোঝালে Perfect Participle এর সাহায্যে joining করা হয় বাক্যের কর্তা একই থাকতে পারে বা ভিন্ন হতে পারে।  যদি বাক্যের মধ্যে

·       Action verb থাকে তাহলে  Having দিয়ে শুরু করতে হবে

·       যদি Be-verb এরপর Adjective থাকে তাহলে being দিয়ে শুরু করতে হবে

·       যদি be-verb এরপর  V-3 থাকে তাহলে Having been দিয়ে শুরু করতে হবে

# She finished her home task. She went to bed.

Having finished her home task, she went to bed.

এই বাক্য দুটির কর্তা একই প্রথমে home task সম্পূর্ণ করল তারপর বিছানায় গেল। আর এখানে Action Verb আছে । তাই Having +V3 দিয়ে শুরু করে বাক্যের শেষে কমা দিয়ে দ্বিতীয় বাক্যটি লেখা হয়েছে।

# The poet was charmed by cuckoo’s song. The poet wrote a poem.

Having been charmed by cuckoo’s song, the poet wrote a poem.

প্রথম কাজ হল মুগ্ধ হওয়া তারপরের কাজ হল লেখা।  প্রথম কাজে Be verb + V3 আছে । তাই Having been V3 করে বাক্যের শেষে কমা দিয়ে দ্বিতীয় বাক্যটি লেখা হয়েছে।

# The old man was tired. He sat under a tree.

Being tired, the old man sat under a tree.

এই বাক্যের প্রথম কাজ হল ক্লান্ত ছিল তারপর গাছের নিচে বসল। আর প্রথম বাক্যে  Be Verb  এর পরে Adjective আছে তাই Being দিয়ে বাক্যটি শুরু করে শেষে কমা দিয়ে দ্বিতীয় বাক্যটি লেখা হয়েছে। আর বাক্যের কর্তা দুটোও একই।

More Examples:

# She was sad. She left the place.

  Being sad, she left the place.

# The student was punished by teacher. The student left the school.

Having been punished by the teacher, the student left the school.

# Gopal bought a grammar book. He went to school.

=> Having bought a grammar book, Gopal went to school.

#The chief guest was impressed by the performance. He gave a reward him.

=> Having been impressed by the performance, the chief guest gave a reward him.

Joining or Synthesis of sentences in Bangla [বাংলা টিউটোরিয়াল]

Joining or Synthesis of sentences in Bangla

দুই বা ততোধিক Simple Sentences কে একটি মাত্র Simple, Complex বা Compound Sentence এ পরিণত করার পদ্ধতিকে বলে Synthesis of sentence.

1.      Simple + Simple = Simple Sentence

2.      Simple + Simple = Complex Sentence

3.    Simple + Simple = Compound Sentence     

Joining of sentences making simple Sentence

1.      Using Present Participle

2.      Using Perfect Participle

3.      Using Past Participle

4.      Using Nominative Absolute

5.      Using Noun in Apposition

6.      Using Infinitive

7.      Using Gerund

8.      Using Adjective

9.      Using Adverb

10.        Using Adverb “Too”

Simple Sentences + Simple Sentences = Simple Sentence

(1) USING PRESENT PARTICIPLE

 Present Participle টি Noun- এর আগে বসিয়ে দুটি বাক্যকে একটি বাক্যে পরিণত করা হয়। কিন্তু কয়েকটি বিষয় মনে রাখতে হবে। 

  দুটি কাজ একই সঙ্গে সংঘটিত হতে হবে।

 দুটি বাক্যের কর্তা ভিন্ন হবে।

# I saw a flower. The flower was blooming.

  I saw a blooming flower.

উদাহরণের বাক্যটিতে  নাউন হল Flower আর Participle টি হল Blooming দুটি কাজ একই সঙ্গে সংঘটিত হচ্ছে। বাক্য দুটির কর্তাও ভিন্ন। তাই নাউনের পূর্বে Participle বসিয়ে Joining করা হয়েছে।

More examples of joining of sentences in bangla:

# The boy was drawing a picture. I saw him.

  I saw the boy drawing a picture.

# They heard his brother. He was telling the words.

  They heard his brother telling the words.

# We noticed the child. It was crying.

  We noticed the child crying.

 Another rule of joining or synthesis of sentences in bangla

কর্তা একটি কাজ সম্পূর্ণ করে আরও অন্য একটি কাজ সম্পূর্ণ করল এইরূপ বোঝালে  যে কাজটি  আগে  সম্পূর্ণ হবে সেই বাক্যের মুল ভারবের সঙ্গে ing যোগ করতে হবে এবং বাক্যের শেষে কমা দিয়ে দ্বিতীয় বাক্যটি লিখতে হবে। তবে এই ক্ষেত্রে দুটি বাক্যেরই কর্তা একই হতে হবে।

* আর যদি বাক্যের ভারবটি BE Verb থাকে তাহলে Being করতে হবে।

# We went to Kolkata. We visited Victoria Memorial.

Going to Kolkata, we visited Victoria Memorial.

# He was tired. He took rest for a while. 

  Being tired, he took rest for a while.

বাক্যটিতে প্রথম কাজ হল কলকাতা যাওয়া ও দ্বিতীয় কাজ হল ভিক্টোরিয়া দর্শন করা। দুটি বাক্যেরই কর্তা একই। প্রথম বাক্যের মূল ভারবের সঙ্গে ing যোগ করে বাক্যের শেষে কমা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় বাক্যটি লেখা হয়েছে।

More Examples:

# Rahit won the toss. He chose to field first.

Winning the toss, he chose to field first.

# He finished his home task. He went to bed.

=> Finishing his home task, he went to bed.

# Nirmal wrote the letter. He posted it in the post box.

=> writing the letter, Nirmal posted it in the post box.

# They met with me. They left the place.

=> Meeting with me, they left the place. 

Click here to read about Joining of sentences using "Perfect Participle "

Transformation of sentences Simple –Complex – Compound in Bengali

Transformation of sentences  Simple –Complex – Compound   1. SIMPLE                       COMPLEX                                C...