শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Learn Joining Using Infinitive in Bangal

 

Using Infinitive

 যে বাক্যটি “কী উদ্দেশ্য” এই প্রশ্নের উত্তর দিচ্ছে সেটাকে খুঁজে বের করতে হবে দুই বা ততোধিক বাক্যের মধ্য থেকেআর সেই বাক্যটির মূল Verb-1 এর পূর্বে To বসিয়ে Infinitive করতে হবে।আর বাক্যের কর্তা একই হবে।

# Rabin went to Delhi. He visited the Tajmahal.

Rabin went to Delhi to visit the Tajmahal.

উদাহরণটি লক্ষ্য করে দেখো প্রথম বাক্যটির ভারবকে “কী উদ্দেশ্য” দিয়ে প্রশ্ন করলে যে দ্বিতীয় বাক্যটি উত্তর হিসাবে পাওয়া যাচ্ছে। আর দ্বিতীয় বাক্যের মূল V-1 এর পূর্বে To বসিয়ে Joining করা হয়েছে। আর বাক্য দুটির কর্তাও একই।

More Examples:

# I have purchased a story book. I wanted to read it during my railway Journey.

I have purchased a story book to read (it) during my railway journey.

# She speaks the truth. She is not afraid of it.

She is not afraid to speak the truth.

# I have promises. I must keep them.

I have promises to keep them.

# He came here. He wanted to help me.

He came here to help me.

# He was happy. He heard the news.

 He was happy to hear the news.

Joining of sentences using Noun in Apposition in bangal

 

Using Noun in Apposition

যে বাক্যগুলোর মধ্যে একাধিক Noun থাকে সেই বাক্যগুলোকে Apposition করে Joining করা হয়। Apposition এর অর্থ হল পাশে অবস্থান।

Joining করার নিয়মঃ

মূল নাউনকে প্রথমে লিখে কমা দিয়ে পরের নাউনগুলোকে লিখতে হবে।

# Ram is the best boy. He reads in class five.

Ram, the best boy reads in class five.

উদাহরণটিতে লক্ষ্য করে দেখো Ram, the best boy, class five এগুলো হল NounRam হল মূল নাউন তারপরে  কমা দিয়ে দ্বিতীয় নাউনটিকে লিখে বাকি অংশ লিখে Joining করা হয়েছে। নিচের উদাহরণগুলো দেখো আশাকরি খুব সহজে বুঝতে পারবে।

More Examples:

# Rabindranath was a great poet. He wrote the Gitanjali.

Rabindranath, a great poet wrote the Gitanjali.

# Jatinbabu is a teacher in a local school. He is a bachelor.

Jatibabu, a bachelor is a teacher in a local school.

# Sachin Tendulkar is a player of India. He is a cricketer of magical skill.

Sachin Tendulkar, a cricketer of magical skill is a player of India.

বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

Joining of Sentences with "Past participle"

 

Using past participle

Past Participle মানেই হল (V-3)দুই বা ততোধিক বাক্যের মধ্যে যে Noun সম্পর্কে Past Participle থাকবে সেই Noun এর আগে Past Participle Word টি বসিয়ে Joining করতে হয়।

# The mango is rotten. Throw it through the window.

ð  Throw the rotten mango through the window.

উদাহরণটি লক্ষ্য করে দেখো Rotten হল V-3 আর এটি Mango এর সাথে সম্পর্ক আছে। তাই Joining করার সময় Mango এর পূর্বে বাসানো হয়েছে।

More Examples:

# The old man was tired. He wanted a glass of water.

ð  The tired old man wanted a glass of water.

# The passengers were injured. The local people had taken them to the nearest hospital.

=> The local people had taken the injured passengers to the nearest hospital.

# The mobile phone is broken. You may exchange it.

=> You may exchange the broken mobile phone.

# The car was destructed. They sold it in very cheap rate.

=>They sold the destructed car in very cheap rate.

English Grammar Joining of Sentences using Nominative Absolute [Bangla Lanuage]

 

Nominative Absolute

একটি কাজ শেষ হওয়ার পরে আরো একটা কাজ সম্পূর্ণ করা করা হল এই রকম বোঝালে Nominative Absolute এর সাহায্যে দুটি বাক্যকে Joining করা হয়। বাক্য দুটির কর্তা অবশ্যই ভিন্ন হতে হবে। 

Joining করার নিয়মঃ

প্রথম subject তার পরে Having  তারপর V-3 তারপর প্রথম বাক্যের শেষে কমা তারপর দ্বিতীয় বাক্যটি।

*Be-verb-এরপরে যদি Adjective থাকে তাহলে Being

* Be-verb-এরপরে যদি V-3 থাকে তাহলে Having been V-3.

Example:

#The sun set. We started for home.

  The sun having set, we started for home.

#The fog was dense. No one could see his way through the streets.

The fog being dense, no one could see his way through the streets.

#The strike was called off. The workers resumed work.

The strike having been called off, the workers resumed work.

প্রথম উদাহরণে লক্ষ্য করে দেখো প্রথম বাক্যের কাজটি আগে সম্পূর্ণ হয়েছে তারপর দ্বিতীয় বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর দুটি বাক্যেরই কর্তা ভিন্ন ভিন্ন। আর বাক্যটিতে Be Verb এর বিষয়টি নেই। তাই Having V-3 এর সাহায্যে Joining করা হয়েছে।

দ্বিতীয় উদাহরণে লক্ষ্য করে দেখো প্রথম বাক্যের কাজটি আগে সম্পূর্ণ হয়েছে তারপর দ্বিতীয় বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর দুটি বাক্যেরই কর্তা ভিন্ন ভিন্ন। আর Be Verb এর পরে Adjective থাকায় Being এর সাহায্যে joining করা হয়েছে।

তৃতীয় উদাহরণে লক্ষ্য করে দেখো প্রথম বাক্যের কাজটি আগে সম্পূর্ণ হয়েছে তারপর দ্বিতীয় বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর দুটি বাক্যেরই কর্তা ভিন্ন ভিন্ন। আর Be Verb এর পরে V-3  থাকায় Having Been V-3 করে joining করা হয়েছে।

More Examples:

#The night was hot. I could not sleep well.

The night being hot, I could not sleep well.

#The police arrived. The angry mob dispersed.

The police having arrived, the angry mob dispersed.

# The meeting was over. We returned home.

The meeting being over, we returned home.

# The sun set. The birds flew away to their nests.

The sun having set, the birds flew away to their nests.

# The programme was canceled. The audiences became very sad.

The programme having been canceled, the audiences became very sad.

# The staff was insulted by the manager. He left the post.

The staff having been insulted by the manager, he left the post. 

Click her to read about joining using "Past Participle "

 

Transformation of sentences Simple –Complex – Compound in Bengali

Transformation of sentences  Simple –Complex – Compound   1. SIMPLE                       COMPLEX                                C...